কম্পিটিটিভ প্রোগ্রামিং এ হাতেখড়ি আপনি কম্পিটিটিভ প্রোগ্রামিং শব্দটা যদি আজকেই প্রথম শোনেন তবে নিচে আমার দেওয়া টার্গেটগুলো স্টেপ বাই স্টেপ কমপ্লিট করলে আশা করি কম্পিটিটিভ প্রোগ্রামিং এ হাতেখড়ি হয়ে যাবে। প্রথমে সি/সি++/জাভা (আমি বাকি ল্যাংগুয়েজ রিকমান্ড করিনা) একটা শিখে ফেলুন।নিচের দেওয়া টার্গেট কমপ্লিট করুন। Target 1: • Basic Syntax • Input-output • conditional logic • loops • array • string • functions • some টুকটাক জিনিসপত্র রেফারেন্স বুকঃ সুবিন ভাই এর বই (প্রথম খন্ড) Target 2: • Dimik OJ থেকে ১০-১২ টা প্রব্লেম সল্ভ করবেন • কোড মার্শালে যে কয়টা সম্ভব সব সল্ভ করবেন • URI তে 100/120 টা সমস্যা সমাধান করবেন • Multidimensional Array(2D/3D) নিয়ে পড়াশোনা করবেন • LightOj তে গিয়ে প্র্যাক্টিস স্টার্ট করে দিবেন • ম্যাথ,পাজল সল্ভ করবেন রেগুলার Target 3: এ পর্যায়ে নিচের বইগুলো পড়বেন • The Art and craft of problem solving • কম্বিনেটরিক্সের হাতেখড়ি • গনিত অলিম্পিয়াডের স্বপ্নযাত্রা। • Ming's combinatorics book • Olympiad Comb...